স্কুলে যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলশিক্ষার্থীদের বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জে আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো. আশ্রাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আযাদ সাল্লাল, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি মো. আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আহমেদ খান।
কর্মশালায় বক্তারা বাল্যবিবাহ ও যৌন হয়রানি বন্ধ করতে সমাজের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মেয়েদের অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।
কর্মশালা শেষে অতিথিরা বাল্যবিবাহ ও যৌন হয়রানি বন্ধে করণীয় সম্পর্কে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।