চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের তপন কুমার বিশ্বাস (৫০) এবং তাঁর ভাইয়ের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস (৩২) মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে দর্শনা আসছিলেন। তাঁরা মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় আসলে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তপন কুমার, গুরুতর আহত হন সঙ্গে থাকা বিপ্লব কুমার।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত বিপ্লবকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ছাড়া ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান হুমায়ুন কবির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজনরা।