কুষ্টিয়ায় ফল, খেজুর ও মাছে ফরমালিন না মেশানোর নির্দেশ
কুষ্টিয়ার বাজারে ফল, খেজুর ও মাছে ফরমালিন না মেশাতে কঠোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে বাজারে সব পণ্যের মূল্য তালিকা টাঙানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার পৌর ও বড়বাজার পরিদর্শন করে এসব নির্দেশ দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের তালিকার সঙ্গে মিল রাখতে ব্যবসায়ীদের এসব নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বাজারগুলোর পরিচ্ছন্নতার পাশাপাশি সড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন জেলা প্রশাসক।
বাজার পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক এস এম কাদেরী শাকিল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।