আধিপত্যের লড়াইয়ে যুবলীগ নেতা নিহত
ফেনী সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নেতা নিহত হয়েছেন। নিহত গোলাম রসুল মানিক (৩২) উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং কুরচিয়া গ্রামের সাজু ড্রাইভারের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে বালিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদের সমর্থকদের মধ্যে বালিগাঁও বাজারে কথাকাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এ সময় করিম উল্লাহ আজাদের সমর্থক গোলাম রসুল মানিক গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা নেওয়ার পথে বিকেল সোয়া ৪টার দিকে তিনি মারা যান।
জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন সংঘর্ষ ও গোলাম রসুল মানিক মারা যাওয়ার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান এনটিভি অনলাইনকে জানান, মানিক ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে লাশ হাতে না আসা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারবেন না।