হত্যার পর লাশ গোসলখানায়
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্বামীকে হত্যার পর গোসলখানায় লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনার তিন মাস পর পুলিশ গতকাল বুধবার রাত ১১টায় নিহত রিকশাচালক আলামীন শেখের (৫৫) গলিত লাশ উপজেলার দক্ষিণ কুমারিয়াজোলা গ্রাম থেকে উদ্ধার করে।
এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আলামীনের স্ত্রী ফাতেমা বেগমকে (৪০) আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আলামীন শেখকে তিন মাস আগে হত্যা করে বাড়ির মধ্যেই কোথাও লাশ গুম করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামীনের স্ত্রী ফাতেমা বেগম হত্যার কথা স্বীকার করে এবং লাশ গুম করে রাখার স্থান দেখিয়ে দেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে দুজনের নাম উল্লেখ ও দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
এলাকাবাসী জানায়, আলামীন শেখ ঢাকায় রিকশা চালাতেন। গত ১৬ মার্চ রাতে তিনি বাড়িতে আসেন। ওই রাতেই খুন হন তিনি। বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটে।
নিহত আলামীন শেখের চার ছেলের মধ্যে মোহাম্মদ আলী বাবার নিখোঁজের খবর জানিয়ে কেরানীগঞ্জ থানায় গত ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করেছিলেন।