বেনাপোল সীমান্তে ২৪ বাংলাদেশি আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ২৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হচ্ছে মাদারীপুরের পূর্ণ মণ্ডল (৪৮), নড়াইলের কাজল রানা ঘোষ (৪০), কুমিল্লার সাদ্দাম হোসেন (২১), নাটোরের আজমল সরদার (২৬), গোপালগঞ্জের লোপা বিশ্বাস (১৮), ইশা (২), চাঁদপুরের আমিনুল ইসলাম (২৮), রুবেল মৃধা (২১), রাজবাড়ীর রুবেল প্রামানিক (২৫), কুমিল্লার হুমায়ন কবীর (৩০), মাগুরার শিল্পী (৩০), পারুল (৩২), ফুল মিয়া তালুকদার (৪০), বরিশালের তানিয়া (৩৮), বাগেরহাটের কাদের আকন (৩৪), রেজাউল (৩০), দিদার শেখ (৩২), মাহাফুজা খাতুন (২০), নড়াইলের শাহানা বেগম (২৫), জুঁই (৮), যশোরের মালতি পাল (৪০), চৌগাছা উপজেলার শেফালী (২৫), রওশন আরা (৩৫) ও শরীয়তপুরের পাখি (২২)।
২৬ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার আইয়ুব হোসেন এনটিভি অনলাইনকে জানান, আটক সবাই বাংলাদেশি। তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন শহরে বাসাবাড়ি ও শিল্প কারখানায় কাজ করত। সেখান থেকে দালালের মাধ্যমে ফেরার সময় বিজিবির হাতে আটক হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। দুপুরে তাঁদের যশোর আদালতে পাঠানো হয়েছে।