সমপরিমাণ ভাতার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বয়সের ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ভাতা দেওয়ার বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন মেহেরপুরের মুক্তিযোদ্ধারা। সব মুক্তিযোদ্ধাকে সমপরিমাণ ভাতার দাবিতে আজ বৃহস্পতিবার মুজিবনগর সড়কে কোর্ট মোড়ে মানববন্ধন করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।
বেলা ১১টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা কমান্ডের জেলা কমান্ডার বশির আহম্মেদের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন থানা কমান্ডারসহ জেলার সব মুক্তিযোদ্ধা অংশ নেন।
এ সময় মুক্তিযোদ্ধারা অর্থমন্ত্রীর ঘোষিত মুক্তিযোদ্ধাদের বয়সভিত্তিক ভাতা বাড়ানোর ঘোষণার তীব্র প্রতিবাদ জানান। সব মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা ভাতা দেওয়ার দাবি জানান তাঁরা। তাঁদের মধ্যে কোনো বয়সের বৈষম্য এনে ভিন্নতা সৃষ্টি করা যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা।
দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন মেহেরপুরের মুক্তিযোদ্ধারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেন তাঁরা।