মুন্সীগঞ্জে অটোরিক্শার ধাক্কায় শিশু নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে টেংগুরিয়াপাড়া সড়কে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশার আঘাতে মো. কুদ্দুছ (৯) নামের এক শিশু নিহত হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌছ হাসান জানান, ঘটনার পর অটোরিক্কশাটির চালক গাড়িসহ পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুই ঘণ্টা সিরাজদিখান-টঙ্গীবাড়ি সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭ টার দিকে সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত শিশু কুদ্দুছ উপজেলার টেংগুরিয়াপাড়ার রিকশাচালক তমিজ উদ্দিনের ছেলে। সে টেংগুরিয়াপাড়া নেছারাবাদ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহতের লাশ তার পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, অভিযোগ পেলে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।