আনসারুল্লাহর হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আনসারুল্লাহ বাংলা টিমের হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের আঠারবাড়ি জাসদ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ বক্তব্য দেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, সহসভাপতি এস এম বাবুল, রতন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, আইন সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, জাসদ নেতা পাভেজ শাহনেওয়াজ, নূর হোসেন, আমিনুল ইসলাম, কাউসার আহমেদ, রাকিব মাহমুদ প্রমুখ।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে আনসারুল্লাহ বাংলা টিমের হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
দুপুরে টাউন হল থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সি কে ঘোষ রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়।