সাড়ে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, কারখানা সিলগালা
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১৫ লাখ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় দুটি কারখানা সিলগালা করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার চারটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ নেতৃত্ব দিয়েছেন।এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকতা শাহাজাদা খসরু জানান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্ধ করা ছাড়াও অভিযানকালে সততা এন্টারপ্রাইজ ও সিফাত এন্টারপ্রাইজ নামের দুটি কারখানা সিলগালা করা হয়।
এ সময় আল-আমিন ফিশিং নেট ও জুয়েল ফিশিং নেট নামের দুটি কারখানাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে এসব কারেন্ট জাল মুক্তারপুর এলাকার পুড়ে ফেলা হয়।