পাচারের সময় কিশোর উদ্ধার
ভারতে পাচারের সময় বেনাপোলের বড় আচড়া সীমান্ত এলাকা থেকে আব্দুল্লাহ শেখ (১৪) নামের এক কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করা হয়। আব্দুল্লাহ নড়াইলের কালিয়া থানার মাধবপাশা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।
২৬ বিজিবি বেনাপোল ক্যাম্প কমান্ডার আইয়ুব আলী জানান, পাচারকারীরা ওই কিশোরকে ভারতে পাঠানোর জন্য সীমান্তে নিয়ে আসে। এ সময় বিজিবি সদস্যরা এলে তাকে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান জানান, কিশোরকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।