গাইবান্ধায় ৩ জেএমবি সদস্য রিমান্ডে
গাইবান্ধায় গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক জয়নুল আবেদীন তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠকের সময় জিহাদি বইসহ তিনজনকে আটক করে জেলা পুলিশের একটি দল।
রিমান্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশামত কেওয়াবাড়ী গ্রামের মেহেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশ পাচপাড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর গ্রামের আতাউর রহমান মন্টু।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সন্ত্রাস দমন আইনে তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। বিচারক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।