নেত্রকোনায় খালে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনায় খালে ডুবে ইয়াসিন নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের দূতকুড়ি গ্রামে একটি খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই জানান, বৃহস্পতিবার বিকেলে দূতকুড়ি গ্রামের আবদুল হান্নানের ছেলে ইয়াসিন খেলতে গিয়ে দূতকুড়ি খালে পড়ে যায়। এলাকার লোকজন অনেক চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরাও খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি রেজাউল প্রায় আঘা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১২টার দিকে খাল থেকে ইয়াসিনের লাশ উদ্ধার করে।