হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে হাত-পাঁ বাধা অবস্থায় ইয়াছিন মিয়া নামের এক জমি ব্যবসায়ীকে উদ্ধার করেছে এলাকাবাসী। ইয়াছিন মিয়া শহরের উত্তর পৌরতলা এলাকার জুরু মিয়ার ছেলে।
ইয়াছিন মিয়ার স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়াছিন মিয়া নিখোঁজ হন। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার ধানক্ষেতে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
জমি-জমা সংক্রান্ত ঘটনার জের ধরে ইয়াছিনকে অপহরণ করা হয়েছিল বলে তাঁর পরিবারের দাবি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।’