সাতক্ষীরায় ট্রাক ও মাহিন্দ্রর সংঘর্ষে নিহত ১, আহত ৪
সাতক্ষীরায় ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। জেলার কালিগঞ্জ সড়কের আসকারপুরে আজ শনিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
নিহত আবদুল করিম (৪৩) একজন নির্মাণ শ্রমিক। তিনি কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের এফাজতুল্লাহর ছেলে। আহত আনারুল ইসলাম ও সফুরা বেগমকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মাহিন্দ্রটি নলতা থেকে যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় কালিগঞ্জ সড়কের আসকারপুরে একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাহিন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আবদুল করিম নিহত হন। তাঁর লাশ রঘুনাথপুর গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয়েছে।