মুন্সীগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের ইজারাপ্রাপ্ত টোকেন আদায়কারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালের এ ঘটনায় মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক সাবু কালামের (৩৫) চোখে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালু উত্তোলনের ইজারাদার ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফশার উদ্দিন ভূঁইয়া জানান, নারায়ণগঞ্জ এলাকার ইজারাপ্রাপ্ত রিফাত এন্টারপ্রাইজের লোকজন কয়েক দিন ধরে মুন্সীগঞ্জ এলাকায় জোর করে অবৈধভাবে টোকেন কেটে টাকা আদায় করছিল। সেই সঙ্গে তাঁরা অস্ত্রের মহড়াও দিচ্ছিল। এমনকি জোর করে বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে টোল আদায় করে তাদের কাছ থেকে বালু নিতে বাধ্য করেছে। আজ শনিবার সকালে কিছু বুঝে ওঠার আগেই তারা স্থানীয় বৈধ টোকেন আদায়কারীদের ওপর হামলা ও গুলি করে। এতে কালাম গুলিবিদ্ধ হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস জানান, নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। তাঁরা ঘটনাস্থলের বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।
এর আগে ২০১০ সালের মে মাসে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে বালুমহালে টোল সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন (২৬) নিহত হয়েছিলেন।