‘২০১৯ সালেও শেখ হাসিনার অধীনেই নির্বাচন’
৫ জানুয়ারির মতোই আগামী ২০১৯ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। শনিবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার ঘোষণা দিয়েছিলেন। আন্দোলন-সংগ্রামের নামে ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন বানচালের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন। পেট্রোলবোমা নিক্ষেপ, যানবাহনে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওয়ের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ পরিচালনার কারণে খালেদা জিয়ার সকল হুমকি-ধামকি ও আন্দোলন-সংগ্রাম ব্যর্থ হয়েছে।
আহম্মদ হোসেন আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে এ দেশ পাকিস্তান, আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত হতো। শেখ হাসিনার সরকার দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলের জন্য কাজ করে যাচ্ছে। আগামী ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জনগণ বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়।
দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতা।
মদন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম নুরুল ইসলামের (ছদ্দু মাস্টার) সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, সংসদ সদস্য রেবেকা মমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক শফি আহমেদ, অপু উকিল, অ্যাডভোকেট এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, নেত্রকোনা পৌর মেয়র প্রশান্ত রায়, সরকারি আইনজীবী (পিপি) গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।