মাগুরায় ট্রাক উল্টে দুই পথচারী নিহত
মাগুরায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়ে নিহত হয়েছেন দুই বাইসাইকেল আরোহী। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুর রশিদ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া স্কুল এলাকায় ঝিনাইদহগামী পোলট্রি মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া বাইসাইকেল আরোহী জাকারিয়া (২৪) ও পথচারী ছামিরুল ইসলাম (২২) ট্রাকটির নিচে চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত ছামিরুলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে মৃত্যু হয় তার।
নিহত ছামিরুল মাগুরা সদর উপজেলার রাজারামপুর গ্রামের এবং জাকারিয়া ছাচানি গ্রামের বাসিন্দা।
পুলিশ ট্রাক জব্দ করলেও চালককে আটক করতে পারেনি বলে জানান রামনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক।