মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিজেদের চার সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার মালসাদহ-হাড়িয়াদহ সড়কের এসএবি ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন গাংনীর চাঁদপুর এলাকার শিপন (২৬) ও একই এলাকার আলমগীর (২৭)।
আহত পুলিশ সদস্যরা হলেন গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ, সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিক, কনস্টেবল মতিউর ও খাইরুল। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এসএবি ইটভাটায় কয়েকজন চাঁদাবাজ চাঁদা নিতে আসছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
ওই ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি এলজি শাটারগান, দুটি গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
গাংনী হাসপাতালের চিকিৎসক সজীব উদ্দীন জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়।