ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু
রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা এলাকায় আজ রোববার সকালে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আছিয়া খাতুন (১২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
আছিয়া রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। সে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া কাউনাইর গ্রামের মৃত আকেন মণ্ডলের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে রামদিয়া থেকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ইজিবাইকে করে রাজবাড়ীতে আসছিল আছিয়া। এ সময় সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকায় এসে পৌঁছালে আছিয়ার গলার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে ফাঁস লেগে যায়। আহতাবস্থায় তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।