নেত্রকোনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনা শহরে রাবেয়া বেগম (৬৫) নামের একজনকে হত্যার দায়ে জামাল মিয়া (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। পাশাপাশি জামালকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে আদালতের বিচারক মো. আবদুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। জামাল মিয়ার বাড়ি (৩৫) নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায়।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ জানান, কাটলী এলাকার রাবেয়া বেগমের মেয়ের সঙ্গে সম্পর্ক গড়তে চান জামাল। বিষয়টিতে রাবেয়া বেগম বাধা দেওয়ায় শত্রুতা দেখা দেয়। এরই জেরে ২০০৬ সালের ১৭ জুন রাতে রাবেয়া বেগমকে ছুরিকাঘাত করে খুন করেন জামাল। পরদিন রাবেয়া বেগমের ছেলে মানিক মিয়া নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পুলিশ একই বছরের ২৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়। আদালত আজ রায় ঘোষণা করেন।