মৎস্য রক্ষা আইন সংশোধনের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন
মৎস্য সংরক্ষণ আইন ২০০২ সংশোধন, নাইলন মনোফিলামেন্ট সুতার তৈরি জালকে কারেন্ট জাল হিসেবে অবহিত না করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার মুন্সীগঞ্জে ঢাকা-মুক্তারপুর সড়কে ওই মানববন্ধনের আয়োজন করে মৎস্য উপকরণ প্রস্তুতকারক মালিক সমবায় সমিতি।
সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মুক্তারপুর সেতুর ওপর সহস্রাধিক নারী-পুরুষ শ্রমিক ও মালিকপক্ষ অংশ নেন। এতে মুক্তারপুর-ঢাকা সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য দেন মৎস্য উপকরণ প্রস্তুতকারক মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আবদুল মতিন, গোলাম মোস্তফা, গোলাম কিবরিয়া, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন। বক্তারা বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পাস হওয়া মৎস্য সংরক্ষণ আইন ২০০২-কে কালো আইন অবহিত করে তা বাতিলসহ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।