মুন্সীগঞ্জে স্বামী খুন, স্ত্রী গ্রেপ্তার
মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার নিজ ঘর থেকে গতকাল শনিবার দিবাগত রাতে নাজিমউদ্দিন দেওয়ান (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নাজিমের স্ত্রী নীলা বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে।
নাজিম ও নীলার সংসারে ১১ বছর বয়সী এক ছেলে ও আট বছর বয়সী এক মেয়ে রয়েছে। নীলাকে আসামি করে নিহত নাজিমের ভাই জাহাঙ্গীর হোসেন সদর থানায় হত্যা মামলা করেছেন।
জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর ভাবি নীলা বেগম পরকীয়া করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে নাজিম ও নীলার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাত ১০টার দিকে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর নাজিম টিনের তৈরি দোতলা ঘরের দ্বিতীয়তলায় চলে যান। এরই মধ্যে নীলা তাঁর মা শাহানুর বেগমকে পাশের নয়াগাঁও এলাকা থেকে ডেকে আনেন। রাত সাড়ে ১১টার দিকে নীলা, তাঁর শিশু মেয়ে ও মা শাহানুর ওই বাড়ি থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তাঁদের সঙ্গে বাবা গিয়াসউদ্দিন দেওয়ানের দেখা হয়। এ সময় নীলা তাঁর বাবাকে (গিয়াসউদ্দিন) বলেন, ‘আপনার ছেলে আমাকে খালি মারধর করে। আমি আর তার সংসার করব না।’ এই বলে নীলা ও তাঁর মা নয়াগাঁওয়ের বাড়ির উদ্দেশে রওনা হন।
এরপর গিয়াসউদ্দিন দেওয়ান বাড়ি গিয়ে দেখেন ছেলে নাজিমের লাশ পড়ে আছে। পাশে তার জাতীয় বস্তু। খবর পেয়ে পরিবারের অন্য সদস্য ও এলাকার লোকজন ছুটে আসে। এলাকার লোকজন দ্রুত রাস্তা থেকে নীলা ও তার মা শাহানুরকে আটক করে নিয়ে আসন। পরে মা ও মেয়েকে পুলিশে সোপর্দ করে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাদী সাংবাদিকদের জানান, নিহত নাজিমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী নীলা বেগম ও শাশুড়ি শাহানুর বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে শাহানুরের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত না হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তে শাহানুরের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও মামলার আসামি করা হবে।