নেত্রকোনায় খালেদা জিয়ার আইনজীবীর জামিন
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকে পেট্রলবোমা হামলা মামলায় বিএনপি নেতা কায়সার কামালের হাইকোর্টের দেওয়া আগাম জামিনের আদেশ বহাল রেখেছেন নিম্ন আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কায়সার কামাল আজ রোববার বেলা ১১টায় দুর্গাপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক হারুন অর রশিদ তাঁদের জামিন মঞ্জুর করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার আইনজীবী।
কায়সার কামালের আইনজীবী নেত্রকোনা জেলা বারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল জানান, চলমান সরকারবিরোধী আন্দোলন চলাকালে ১০ ফেব্রুয়ারি রাতে দুর্গাপুরে ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি দুর্গাপুর থানা পুলিশ বাদী হয়ে কায়সার কামালসহ ৪০ জনকে আসামি করে মামলা করে। কায়সার কামাল ৭ জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে তাঁকে চার সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেন। একই মামলার অপর আসামি জুয়েল মিয়াকেও জামিন দিয়েছেন আদালত।
কায়সার কামাল আজ দুর্গাপুরের আদালতে হাজিরের সময় জেলা বিএনপির সাবেক সভাপতি আইনজীবী নূরুজ্জামান নূরু, আইনজীবী আবদুর রাজ্জাক, মাসুদ রানা চৌধুরী, হামিদুর রহমান রাশেদ, কামরুজ্জামান দুলাল, আবদুস ছালাম, আবদুল ওয়াদুদ মিয়া, খলিলুর রহমান খলিলসহ দুর্গাপুর ও কলমাকান্দার আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইমাম হাসান আবু চানসহ দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপির বিপুল নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।