ময়মনসিংহে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন
ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে আজ রোববার দুপুরে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
শিক্ষকরা বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনে পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, পদোন্নতি বৈষম্য নিরসন, ব্যাচভিত্তিক পদোন্নতি, নবসৃষ্ট মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকসহ, অন্যান্য সব পদে শিক্ষা ক্যাডার থেকে পদায়ন, পাবলিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবি জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সরকারি আনন্দমোহন কলেজ ইউনিটের উদ্যোগে আজ ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ ড. গাজী কামাল হাসান, অধ্যাপক মো. আব্দুল মোতালেব, ড. রেজিনা আক্তার, ড. দিদারুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন সঞ্চালনা করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সচিব মো. আতিকুর রহমান। বক্তারা অবিলম্বে তাঁদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।