বেনাপোলে অস্ত্রসহ আটক ৩
যশোরের বেনাপোলে ছিনতাইয়ের অভিযোগে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করার দাবি করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ডালিম নামের একজনের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আজ রোববার ভোরে স্থানীয় কয়েকজন নারী সীমান্ত দেখতে সাদিপুর গ্রামে গেলে গ্রামের ওই সন্ত্রাসীরা তাদের সাথে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের অস্ত্রসহ আটক করে। পরে তাঁদের স্বীকারোক্তিতে ছিনতাই হওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন সাদিপুর গ্রামের ডালিম (৩৫), নেদু (৩২) ও লিটন (৩৬)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ছিনতাইয়ের অভিযোগে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ডালিমের নামে অস্ত্র ও ছিনতাইসহ আরো কয়েকটি মামলা রয়েছে।