চাঁদপুরে একটি ইউপিতে আ. লীগ জয়ী, অন্যটিতে স্বতন্ত্র
চাঁদপুরে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আজ রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর মোর্শেদ স্বপন ছয় হাজার ৬৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমিরুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৯৯৪ ভোট।
অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপিতে আওয়ামী লীগের সৈয়দ মঞ্জুর হোসেন রিপন পাঁচ হাজার ৭৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল হাই পেয়েছেন ৪ হাজার ৫৮৪ ভোট।
চাঁদপুরের ৩টি ইউনিয়নের ১৯টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে ভোটগ্রহণ হয়। এ ছাড়া ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের একটি কেন্দ্রে সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।