ভারতে কারাভোগের পর দুজন ফিরলেন দেশে
ভারতে চার বছর কারাভোগের পর দুই বাংলাদেশিকে আজ রোববার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভারতের পেট্রাপোল অভিবাসন পুলিশ ভ্রমণ অনুমতির মাধ্যমে তাঁদের বেনাপোল অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা দুজন হলেন সুনামগঞ্জের সৈয়দ মকবুলের ছেলে স্বাধীন (৩৮) ও আসাদ্দার আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৫)।
বেনাপোল চেকপোস্ট অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ফেরত আসা দুজনকে ভারতীয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল বন্দর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।