মুজিবনগর দিবসে মুজিবনগর মাতালেন মমতাজ
ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর মাতালেন শিল্পি মমতাজ বেগম। গতকাল সোমবার সন্ধায় দিবসটিকে স্মরণীয় করে রাখতে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজন করেছিল এক সাংস্কৃতিক সন্ধ্যা।
মুজিবনগর কমপ্লেক্স প্রাঙ্গণে সেই অনুষ্ঠানে হাজার হাজার দর্শক মাতালেন মমতাজসহ দেশ বরেণ্য শিল্পীরা। শিল্পী বারী সিদ্দিকী, জেমস, সিলভি, অনিকসহ অন্য শিল্পীরা গান পরিবেশন করেন।
গানের মাঝে দর্শকদের মন মাতানো আতশবাজি এবং দ্বিতীয় পর্বে লেজার শোর মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। আকাশে উড়ানো হয় ফানুস। অনুষ্ঠানটি উপভোগ করে এলাকার হাজারো দর্শক।