মা ও দুই মেয়েকে এসিড : পাঁচজনের যাবজ্জীবন
নেত্রকোনার দুর্গাপুরে মা ও দুই মেয়েকে রাতের আঁধারে এসিডে ঝলসে দেওয়ার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনার একটি আদালত। এ ছাড়া অভিযুক্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. আবদুল হামিদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন জেলার দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (৩০), মানিক মিয়া (২২), রুক্কু মিয়া (২৫), জামাল হোসেন (৬০) ও বুরুজ আলী (৩৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, পূর্ববিরোধের জের ধরে রামবাড়ি গ্রামের এমদাদুল হক ও তাঁর পরিবারের সদস্যদের গ্রাম্য দরবার করে বাংলাদেশ ছাড়তে বলে জামাল হোসেন ও তাঁর লোকজন। এই দরবারের কয়েকদিন পর ২০০৭ সালের ১৯ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের বেড়া কেটে ঘুমন্ত অবস্থায় এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তার এবং তার দুই মেয়ে ইতি ও সাথীকে এসিড ছুড়ে ঝলসে দেয় আসামিরা। এসিডে তাদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
ঘটনার এক সপ্তাহ পর ২৬ মে শিউলী আক্তার বাদী হয়ে মামলা করেন। একই বছরের ১২ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।