গোসল করতে গিয়ে মিলল তাজা মাইন!
মেহেরপুর ভৈরব নদে গোসল করার সময় মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি শক্তিশালী তাজা মাইনবোমা উদ্ধার করেছে লিজন (১০) নামের এক শিশু। পরে সেটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এটি উদ্ধার করা হয়। পুলিশ পানি ভর্তি বালতিতে করে মাইনটি থানায় নিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের দুলাল হোসেনের ১০ বছর বয়সী ছেলে লিজন ঘটনার সময় যাদবপুর ব্রিজ সংলগ্ম ভৈরব নদে গোসল করতে যায়। এ সময় তার পায়ে লোহা জাতীয় একটি বস্তু বেধে গেলে সেটিকে সে উদ্ধার করে নদের উপরে নিয়ে লোকজনকে দেখায়। এ সময় স্থানীয় আল আমিন নামের একজন মুক্তিযোদ্ধা সেটিকে মাইনবোমা হিসেবে চিহ্নিত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাইনবোমাটি পানি ভর্তি বালতিতে করে থানায় নেন।
এসআই তারিক বলেন, ‘এটি তাজা এবং শক্তিশালী। এটি বিস্ফোরিত হলে পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’