মৌলভীবাজারে সিপির বিরুদ্ধে খামারিদের মানববন্ধন
মৌলভীবাজারে পোলট্রি খামার রক্ষা ও বিদেশি প্রতিষ্ঠান সিপির হাত থেকে রক্ষার দাবিতে সিলেট বিভাগ খামার বাঁচাও কমিটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে খামার বাঁচাও সিলেট বিভাগ কমিটির আহ্বায়ক কাওসার আহমদ শামিমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন মো. আবদুর রহমান আসিক, আতাউর রহমান, মো. জাহেদুল হক, মো. হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিদেশি প্রতিষ্ঠান সিপি একদিনের বয়লার ও লেয়ার বাচ্চা উৎপাদন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রির অনুমোদন রয়েছে। তারা অনুমোদনের বাইরে বাণিজ্যিক বয়লার উৎপাদন শেষে বাজারজাত করায় প্রান্তিক ক্ষুদ্র খামারিরা ক্ষতির মুখে পড়ছেন। এ ছাড়া সরকার নির্ধারিত প্রতিটি বাচ্চা ২৫ টাকা মূল্যে বিক্রি না করে স্থানীয় খামারিদের কাছে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি করছেন। এতে ক্ষুদ্র খামারিরা সিপির কাছ থেকে অধিক মূল্যে বাচ্চা ক্রয় ও উৎপাদিত মোরগ বাজারজাত করতে না পারায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রতিবাদ সমাবেশে ক্ষুদ্র এসব পোলট্রিশিল্পকে রক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় অবস্থিত সিপি কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পোলট্রি খামারিরা।
পোলট্রি খামারিদের অভিযোগ অস্বীকার করে মৌলভীবাজার সিপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাইল্যান্ডের নাগরিক ড্যান সন্নাকুল এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, তাঁরা বাজার দরেই মুরগির বাচ্চা বিক্রি করেন। আর সরকারের অনুমোদন নিয়েই তাঁরা বাণিজ্যিক বয়লার মুরগি করছেন।