চাকরির দাবিতে প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে কর্মকর্তাদের কার্যালয় থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন চাকরিপ্রত্যাশীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে গত শনিবার নিয়োগ বোর্ডে নিয়োগ পাওয়া আটজনের বেশির ভাগই জামায়াত ও বিএনপিপন্থী। এতে চাকরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে আজ দুপুরে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা প্রশাসনিক ভবন ও উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
উপাচার্যের কার্যালয় সূত্র জানিয়েছে, আগামী ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা এই সিন্ডিকেট সভায় বাধা দিতে এবং চাপ সৃষ্টি করতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। তালা দেওয়ার পর তাঁদের চাকরি না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের কাজকর্ম না করতে হুঁশিয়ারি দেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান জানান, চাকরির দাবিতে এক শ্রেণির লোকজন দীর্ঘদিন ধরে হট্টগোল করে আসছে। তারাই তালা ঝুলানোর কাজটি করেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী ইবি উপাচার্যের কার্যালয়ে ঢোকার ফটকে তালা লাগিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চত করেছেন।