পাবনায় ভাগ্নে খুন, মামাসহ গ্রেপ্তার ২
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন চককৃষ্ণপুর গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে মোজাই হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোজাই ওই গ্রামের ছোরাব মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মামা খোকা মিয়া (৬০) ও তাঁর ছেলে ওয়াসিম মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, চককৃষ্ণপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে খোকা মিয়ার সাথে তাঁর ভাগ্নে মোজাই হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সোমবার দুপুরে ওই বিরোধপূর্ণ জমির গাছ থেকে দুজনই কাঁঠাল পাড়তে যান। এ সময় মামা খোকা মিয়ার সাথে ভাগ্নে মোজাই মিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মামা খোকা মিয়ার লাঠির আঘাতে গুরুতর আহত হন ভাগ্নে মোজাই হোসেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাই হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, ঘটনার পর অভিযান চালিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মামা খোকা মিয়া ও তাঁর ছেলে ওয়াসিম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতের সম্বন্ধী নূর আলম কাজী হত্যা মামলা দায়ের করেছেন।