মুক্তিযোদ্ধাদের ভাতা সমহারে বণ্টনের দাবি
সরকারিভাবে ঘোষিত মুক্তিযোদ্ধাদের সম্মানিভাতা সমহারে বণ্টনের দাবি জানিয়েছেন বাগেরহাটের মংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। আজ সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম ফকির। তিনি বলেন, ৩০০ টাকা থেকে সরকার মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানিভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত করে তাঁদের সম্মানিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান দ্রব্যমূল্য ও মুক্তিযোদ্ধাদের জীবনযাপনের মান উন্নয়নে সম্মানিভাতা ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারে আনন্দ উল্লাস দেখা দেয়। কিন্তু সম্প্রতি এ বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় ৬৫ ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা প্রদানের ঘোষণায় সব মুক্তিযোদ্ধার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘোষণার ফলে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে। এর ভবিষ্যৎ খুব ভয়াবহ হয়ে উঠতে পারে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বয়সের হিসাব করে কেউ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েননি বরং দেশপ্রেম নিয়েই সবাই একাত্ম হয়েছিলেন।
সংবাদ সম্মেলনে মংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।