প্রস্তাবিত সড়ক পরিবহন আইন বাতিলের দাবি
মন্ত্রিসভায় পাস হওয়া প্রস্তাবিত সড়ক পরিবহন আইন, ২০১৭ বাতিলের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন। তারা আইনটিকে শ্রমিকদের স্বার্থবিরোধী বলে উল্লেখ করে।
আজ রোববার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহসভাপতি আবদুর রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, যে আইন করা হয়েছে, সেই আইন শ্রমিকেদের স্বার্থের পরিপন্থী। এ সময় তাঁরা নতুন আইন বাতিল করে আগের আইন বলবৎ রাখার দাবি জানান।