নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে : বিএনপি
বিএনপি অভিযোগ করেছে, ২০-দলীয় জোটের নেতাকর্মীদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হচ্ছে। আজ বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘সরকারি দলের সন্ত্রাসীরা পেট্রলবোমা ও অস্ত্রসহ ধরা পড়লেও তাদের গ্রেপ্তার করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘চলমান আন্দোলনকে কলুষিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্যাতনের মাধ্যমে নাশকতায় ২০-দলীয় জোটকে জড়িয়ে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।’
প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তি দিতে পারবে না জানিয়ে বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সকল বেআইনি কাজের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের নামে সরকারের মদদপুষ্ট বিভিন্ন সংগঠন কার্যালয়ের নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে।