পিরোজপুরে ঝড়ে ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পিরোজপুরে কালবৈশাখীতে ঝড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে পিরোজপুরের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে ওই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানায়, শনিবার রাতে হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ ঝড় ও বৃষ্টিতে কলাগাছ এবং ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে উড়ে গেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের চালা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন।
ঝড়ে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি কৃষি কর্মকর্তারা।