নাটোরে সন্দেহভাজন জঙ্গি দুই ভাই কারাগারে
নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে জঙ্গি সন্দেহে আটক দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন নেতা ফজলুর রহমান ও তাঁর ভাই দুলাল।
আজ রোববার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন এ আদেশ দেন।
আসামির কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র জব্দ করার কথা জানিয়েছিল পুলিশ।
আসামিদের আইনজীবী জামিন আবেদন জানালে বিচারক তা নাকচ করেন। একই সঙ্গে আগামী ৩ জুন প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চাঁদপুর পাবনাপাড়ার ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চালিয়ে চারটি পিস্তল, ১৭টি গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ ফজলুর রহমানকে আটক করে বগুড়া পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে আটক করা হয় তাঁর ভাই দুলালকেও।