ডুবে যাওয়া ট্রলারসহ ১৪ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারসহ ১৪ জেলেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ডুবে যাওয়া ওই ট্রলার ও ট্রলারে থাকা ১৪ জেলেকে মুমূর্ষু অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর (বরিশাল অঞ্চল) উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সোমবার গভীর রাতে ডুবে যায় এফ বি জয় নামক একটি মাছ ধরার ট্রলার। অন্য জেলেদের মাধ্যমে এ খবর পেয়ে আজ ভোর ৫টার দিকে ডুবে যাওয়া ট্রলার ও এর ১৪ জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে র্যাবের মেহের আলী কন্টিনজেন্টের সদস্যরা। এরপর জেলেদের মেহের আলীর চরে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। এখন তাঁরা মোটামুটি সুস্থ আছেন।
উদ্ধার হওয়া এসব জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায় বলেও জানায় র্যাব।
তবে ঝড়ের কবলে পড়ে ডুবে আর কোনো ট্রলার বা জেলে নিখোঁজ রয়েছে কি না তা নিশ্চিত করে বলতে পারেনি র্যাব। অবশ্য কোথাও কোনো দুর্ঘটনার খবর পেলে র্যাব সেখানে দ্রুত অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মেজর আদনান কবির।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় জেলে-মাঝিমাল্লারা সুন্দরবনের দুবলা, মেহেরআলী, আলোরকোলসহ বিভিন্ন চর ও চর সংলগ্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে র্যাব ও বনবিভাগ।
প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় আজ মঙ্গলবারও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দুই দিন ধরে মংলা বন্দরসহ আশপাশ উপকূলীয় এলাকার ওপর দিয়ে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।