মেহেরপুরে জনসেবা দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক জনসেবা দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা সিভিল সার্জন আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকসহ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেয়।