পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার থেকে ৫টা পর্যন্ত তিন দফা আকস্মিক ভাঙন দেখা দেয়।
এতে ওই এলাকায় সাড়ে চারশ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় পদ্মা সেতু প্রকল্প পাইলিং কাজের বিভিন্ন সরঞ্জামও নদীতে চলে যায়।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কাদের সাংবাদিকদের জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও পদ্মা সেতু নির্মাণের জন্য পাইলিং প্রকল্প এলাকায় কাজ চলছিল। বিকেল ৩টার দিকে আকস্মিক পদ্মার ভাঙন দেখা দেয়। এতে তিন দফায় প্রাথমিকভাবে সাড়ে চারশ ফুট এলাকা নদীগর্ভে চলে গেছে।
আব্দুল কাদের আরো জানান, ভাঙন এলাকার পরিমাণ আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ফেলে ভাঙন রক্ষার চেষ্টা চলছে । তবে নদীতে তীব্র স্রোত রয়েছে।