ফতুল্লায় ইয়াবা ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পুলিশ নয় হাজার ইয়াবা ও ৬১০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে। থানার দাপা উদরাকপুর ও রূপায়ন টাউন থেকে সোমবার রাতে তাঁদের আটক করা হয়েছে।
এরা হলেন হানিফ (২৬), আবু জাফর (২০), জাহিদ হোসেন (২২) ও জয়দেব (২৩)। এ ঘটনায় ফুতুল্লা মডেল থানায় দুটি মামলা হয়েছে।
ফতুল্লা থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শরফুদ্দিন আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আলাদা দুটি অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টার দিকে দাপা ইদরাকপুর এলাকায় নূর মোহাম্মদের খাবারের দোকানে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে নয় হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় দোকানের ব্যবস্থাপক হানিফ ও কর্মচারী আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ভূঁইগড় এলাকায় রূপায়ন টাউনে রাত ১১টার দিকে আরেকটি অভিযান চালিয়ে ৬১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ফেনসিডিল রাখার অভিযোগে জাহিদ ও জয়দেবকে আটক করা হয়েছে।