অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর চিপস, মালিকের কারাদণ্ড
কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির কারণে কারাখানা মালিককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার উত্তর লাহিনী এলাকার ‘মা চানাচুর ও চিপস ফ্যাক্টরি’তে অভিযান চালিয়ে মালিক মতিয়ার রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। মতিয়ার ওই গ্রামেরই বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। কারাখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে খাদ্যসামগ্রী উৎপাদন করা হচ্ছিল। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।