ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাভাড়া নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
নৌকাভাড়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় পুলিশ ১২ জনকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুর ও বিকেলে দুই দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নৌকার ভাড়াকে কেন্দ্র করে চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী ও বড়বাড়ী গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নাজিরাবাড়ীর শহীদ মেম্বার ও বড়বাড়ীর সানাউল্লাহ মাস্টারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রথম দফা সংঘর্ষ থামার পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় তারা। এতে দুই দলের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১২ জনকে আটক করেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব এনটিভি অনলাইনকে জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।