চলনবিলের আগাম বন্যার কবলে বোরো ফসল
নাটোরের চলনবিল এলাকায় বোরো ফসল নিয়ে শঙ্কায় পড়েছে কৃষকরা। টানা বর্ষণ আর নদীর পানি বেড়ে আগাম বন্যার কবলে পড়েছে তারা। এর মধ্যেই পানিতে তলিয়ে গেছে ১৫০০ হেক্টর জমির ধান। ফসল রক্ষায় চেষ্টা কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে হঠাৎ ফুলে ওঠে আত্রাইসহ চলনবিল এলাকার বেশ কয়েকটি নদীর পানি। আত্রাই নদীর পানি অস্বাভাবিক বেড়ে সিংড়া উপজেলার জোড়মল্লিকা, পাটকোলসহ বিভিন্ন খাল ও নালা দিয়ে ঢুকতে থাকে চলনবিলে। তলিয়ে যায় উপজেলার ডাহিয়া, ছাতারদীঘি, শেরকোল, তাজপুর ও চৌগ্রাম ইউনিয়নের অন্তত ১৫০০ হেক্টর জমির উঠতি বোরো ধান। আর কয়েকদিন পর এসব ফসল কাটার কথা ছিল।
হঠাৎ বন্যায় চোখের সামনে তলিয়ে যেতে থাকে ফসল। তাই কৃষকরা বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলতে শুরু করে। তবে ফসল রক্ষায় উপজেলার জোড়মল্লিকা খালে বাঁধ নির্মাণ শুরু করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান জানান, আজ বুধবার ক্ষতিগ্রস্থ ১৩০০ কৃষকের তালিকা তৈরি করে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আবহাওয়া অনুকূলে চলে আসায় নতুন করে ক্ষতির আশঙ্কায় করছেন না তাঁরা। মাঠে যে সব ধান কাটার উপযোগী হয়েছে সেগুলো দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
চলনবিল অঞ্চলের মানুষের প্রধান ফসল বোরো ধান। আগাম বন্যায় ফসল নষ্ট হলে অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি হুমকির মুখে পড়বে চলনবিলের মৎস্য সম্পদ। এ কারণে হাওর অঞ্চলের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।