মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২
মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানচালক আশরাফুল (২৫) ও চালকের সহকারী রুবেল মিয়া (৩০)। রুবেল ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুরদাহ উত্তরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। চালক আশরাফুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়া জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল পরিবহনের সঙ্গে ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালক ও চালকের সহকারী মারা যান।
ওসি আরো জানান, লাশ রাজৈর থানা থেকে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ছাড়া এ ঘটনায় আহত রাসেল ও জনি নামের দুই বাসযাত্রীকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।