আস্থা ফিরিয়ে আনতে উদ্যোগের আহ্বান গিবসনের
চলমান সংকট নিরসন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আজ বুধবার বিকেল ৫টায় গিবসন গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। তিনি এক ঘণ্টা ১৫ মিনিট খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
গিবসন সাংবাদিকদের বলেন, ‘সহিংসতা ও স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। ক্রমাগতভাবে সকলকে আহ্বান জানিয়ে আসছি যেন তারা তাদের কর্মের পরিণতি সম্পর্কে ভাবেন এবং দেশের জাতীয় স্বার্থহানিকর কাজ থেকে বিরত থাকেন।’
যুক্তরাজ্যের হাইকমিশনার আরো বলেন, ‘আস্থা গড়ে তোলার প্রক্রিয়া জোরদার করতে হবে, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা ও বিঘ্ন সৃষ্টির যে চরিত্র হয়েছে তার বিলুপ্তি ঘটাবে এবং সকল বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালনের অনুমোদন দেবে।’ তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতেও যুক্তরাজ্য অংশীদার থাকবে।