দুদককে বিএনপির হুঁশিয়ারি
মন্ত্রীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলে বিএনপির নেতাদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্দেশে তিনি এ দাবি জানান।
রিপন বলেন, ‘অতি সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের যে ভূমিকা, সেটাকে আমরা দুর্নীতি দমন কমিশন না বলে দুর্নীতি রক্ষা কমিশন, অর্থাৎ দুদক না বলে দুরক রাখা যায় কি না। তাই আমরা দুর্নীতি দমন কমিশনকে বলতে চাই, প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করার জন্য এক যাত্রায় দুই ফল গ্রহণ করা যাবে না। যদি সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলাও প্রত্যাহার করতে হবে।’ অন্যথায় পক্ষপাতদুষ্টের জন্য দুদককে ভবিষ্যতে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
সম্প্রতি সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টে জামিন পাওয়া প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, বিএনপির শীর্ষ নেতারা জামিন পেলে আপিল করা হয়, অথচ লতিফ সিদ্দিকীর বেলায় তা হয় না। লতিফ সিদ্দিকী জামিনে বেরিয়ে এলে জনগণের ক্ষোভ থেকে সরকার রেহাই পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
পবিত্র হজ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা ১৭টি মামলায় জামিন পেয়েছেন আবদুল লতিফ। তাঁর বিরুদ্ধে মোট ২১টি মামলা রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টার অভিযোগ এনে দুদকের নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।