ভাঙনে পদ্মা সেতুর কাজ বাধাগ্রস্ত হবে না
পদ্মা নদীর চিরায়ত রূপ অনুযায়ী বর্ষার শুরুতে আকস্মিক ভাঙন দেখা দিলেও পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর নির্মাণকাজ কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ এলাকায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের আকস্মিক ভাঙন পরিদর্শন করে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘এখানে কোনো প্রকার কাজের কোনো হ্যাম্পার হবে না। কনস্ট্রাকশন ওয়ার্ক আমরা যেখানে আছি, এই নতুন ভাঙনের কারণে এখানে আমাদের মূল কাজের কোনো ক্ষতি হবে না।’
ভাঙন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙনরোধে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে ২০ হাজার বস্তা ফেলা হয়েছে। ভাঙন প্রতিরোধে আরো প্রায় পাঁচ লাখ বালুর বস্তা ফেলা হবে বলে জানান ওবায়দুল কাদের।
এখন পরীক্ষামূলকভাবে সেতুর পাইলিং স্থাপনের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের অক্টোবরে যথাসময়ে পাইলিং হবে। মূল সেতু এবং নদীশাসনও একসঙ্গে চলতে থাকবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। আর নতুন কোনো ভাঙন হলে সেটার জন্য আমাদের এখানে সব প্রস্তুতি আছে।’
২০১৮ সালের মধ্যেই সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আবারো আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রীর সঙ্গে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের প্রধান বিশেষজ্ঞ রবার্ট এভস ও পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত সোমবার রাত থেকে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডে আকস্মিক ভাঙন দেখা দেয়। কয়েক দফা ভাঙনে ওই এলাকার প্রায় এক হাজার ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের হুমকিতে রয়েছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড।